বেনজির হত্যা মামলায় মোশাররফ অভিযুক্ত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে অভিযুক্ত করেছেন দেশটির আদালত। সরকারি আইনজীবীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার মোশাররফকে দোষী সাব্যস্ত করে অভিযোগ গঠন করা হয়।
স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর ২০০৭ সালে ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা বেনজির ভুট্টো আততায়ীদের হামলায় নিহত হন। ওই ঘটনায় হত্যা, ষড়যন্ত্র ও সহায়তার জন্য মোশাররফকে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন পারভেজ মোশাররফ। ২৭ আগস্ট পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি করা হয়েছে।
১৯ এপ্রিল থেকে পারভেজ মোশাররফকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
No comments:
Post a Comment