আশরাফুলের ব্যাংক হিসাব জব্দ
কের পর এক দুঃসংবাদ আসছে বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের নক্ষত্র্য মোহাম্মাদ আশরাফুলের জন্য। আগেই সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হয়েছেন তিনি, এবার জব্দ করা হলো তার ব্যাংক হিসাব। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের এই সিদ্ধান্তের কথা জানান।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, আয়কর অধ্যাদেশের বিশেষ ধারা অনুসারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাড়ি, রেস্টুরেন্ট ব্যবসাসহ আশরাফুলের বৈধ আয় বছরে দেড় কোটি টাকা। তবে যেহেতু ম্যচ ফিক্সিংয়ে জড়িত তিনি তাই এনবিআরের ধারণা এর চেয়েও অনেক বেশি আয় তার। কেননা জুয়াড়িরা টাকা শোধ করে হুন্ডির মাধ্যমে। অন্য নামেও ঢাকার বাইরে তাই আশরাফুলের জমি কিনে রাখার সন্দেহ করছে এনবিআর। থাকতে পারে বিদেশে গোপন অ্যাকাউন্টও। তাই আপাতত সংশ্লিষ্ট কর অঞ্চলে আশরাফুলের রাজস্ব সংক্রান্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। তাতে কোন গড়মিল হলে জিজ্ঞাসাবাদও করা হতে পারে আশরাফুলকে।
এ বিষয়ে জানতে চাইলে আশরাফুল বলেন, বিভিন্ন মিডিয়া থেকে এ নিয়ে ফোন করা হচ্ছে আমাকে। তবে এনবিআর থেকে আমাকে এখনও কিছু জানানো হয়নি।
বৈধভাবে উপার্জনে দেশের সবচেয়ে ধনি ক্রিকেটার সাকিব আল হাসান। খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে তার আয় ব্যায়ের হিসাবও। দেশের অন্য ক্রিকেটারদেরও আয়কর ও আয় ব্যায়ের হিসাব যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর, একটি সূত্র এমন আভাস দিয়েছে।
কের পর এক দুঃসংবাদ আসছে বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের নক্ষত্র্য মোহাম্মাদ আশরাফুলের জন্য। আগেই সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হয়েছেন তিনি, এবার জব্দ করা হলো তার ব্যাংক হিসাব। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের এই সিদ্ধান্তের কথা জানান।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, আয়কর অধ্যাদেশের বিশেষ ধারা অনুসারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাড়ি, রেস্টুরেন্ট ব্যবসাসহ আশরাফুলের বৈধ আয় বছরে দেড় কোটি টাকা। তবে যেহেতু ম্যচ ফিক্সিংয়ে জড়িত তিনি তাই এনবিআরের ধারণা এর চেয়েও অনেক বেশি আয় তার। কেননা জুয়াড়িরা টাকা শোধ করে হুন্ডির মাধ্যমে। অন্য নামেও ঢাকার বাইরে তাই আশরাফুলের জমি কিনে রাখার সন্দেহ করছে এনবিআর। থাকতে পারে বিদেশে গোপন অ্যাকাউন্টও। তাই আপাতত সংশ্লিষ্ট কর অঞ্চলে আশরাফুলের রাজস্ব সংক্রান্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। তাতে কোন গড়মিল হলে জিজ্ঞাসাবাদও করা হতে পারে আশরাফুলকে।
এ বিষয়ে জানতে চাইলে আশরাফুল বলেন, বিভিন্ন মিডিয়া থেকে এ নিয়ে ফোন করা হচ্ছে আমাকে। তবে এনবিআর থেকে আমাকে এখনও কিছু জানানো হয়নি।
বৈধভাবে উপার্জনে দেশের সবচেয়ে ধনি ক্রিকেটার সাকিব আল হাসান। খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে তার আয় ব্যায়ের হিসাবও। দেশের অন্য ক্রিকেটারদেরও আয়কর ও আয় ব্যায়ের হিসাব যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর, একটি সূত্র এমন আভাস দিয়েছে।
No comments:
Post a Comment