মেসির রেকর্ডের দিকে ছুটছেন রোনালদো
লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ সবসময়ই রোমাঞ্চকর। শনিবার রাতে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন। আর চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের রোনালদো লা লিগার মেসিরই একটি রেকর্ড ভাঙার দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন।
শনিবার সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে লা লিগায় মেসি তার গোল সংখ্যা ২৫৩তে নিয়ে যান। তেলমো সাররাকে ছাড়িয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টিনার এই ‘ছোট্ট জাদুকর’।
একই রাতে এইবারের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো এগিয়ে যাচ্ছেন এক মৌসুমে লা লিগায় সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের দিকে। ৫০ গোল নিয়ে এই রেকর্ডটিও আপাতত মেসির অধিকারে।
রিয়াল মাদ্রিদ এ মৌসুমে ১২টি ম্যাচ খেলেছে। এর মধ্যে একটি ম্যাচ খেলেননি রিয়ালের পর্তুগিজ তারকা রোনালদো। ১১ ম্যাচ খেলে ২০ গোল করেন তিনি। এই গড়ে গোল করে যেতে থাকলে ২০১১-১২ মৌসুমে মেসির গড়া রেকর্ড সহজেই ভাঙতে পারবেন রোনালদো।
২৯ বছর বয়সী রোনালদোর স্পেনের লা লিগায় ১২ রাউন্ড শেষে করা ২০ গোলও একটি রেকর্ড। এর আগে কেউ ১২ রাউন্ড শেষে স্পেনের লা লিগায় এত গোল করতে পারেননি।
রোনালদোকে নিয়ে তার সতীর্থরা বেশ উচ্ছ্বসিত। এইবারের বিপক্ষে ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুলব্যাক মার্সেলোর প্রতিক্রিয়াতে উঠে এসেছে সেটাই।
“রোনালদো যা অর্জন করেছে এবং যে অর্জন সে করতে পারে তা নিয়ে অনেকেই ঈর্ষান্বিত।"
রোনালদোর এভাবে দ্রুত গতিতে এগিয়ে চলার রহস্যও বলেন মার্সেলো।
“ক্রিস্তিয়ানো সবসময়ই কঠিন পরিশ্রম করে। শেখা এবং দলকে সাহায্য করার তীব্র ইচ্ছে থাকা একজন শীর্ষ পর্যায়ের পেশাদার ফুটবলার সে।"
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখানো রোনালদো স্পেনের লা লিগায় ১৭৬ ম্যাচ খেলে ১৯৭ গোল করেন। আর মেসি ২৫৩ গোল করতে খেলেন ২৮৯ ম্যাচ।
রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। ক্লাব ফুটবলে ইউরোপ সেরার প্রতিযোগিতার এই আসরে নকআউট পর্বে উঠে যাওয়া রিয়ালের বুধবারের প্রতিপক্ষ এফসি বাসেল।
চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর গোল ৭০টি। প্রতিদ্বন্দ্বী মেসি আর রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক রাউল গনসালেসের চেয়ে এক গোল কম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদো।
No comments:
Post a Comment