বাপ্পীর পাঁচ নায়িকা
ভিন্ন ছয়টি চলচ্চিত্রে পাঁচ নায়িকার বিপরীতে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের চকোলেট হিরো বাপ্পী চৌধুরী।
এর মধ্যে বুধবার বাপ্পী অভিনয় করছেন জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রে। রাজধানীর বিএফডিসিতে চলচ্চিত্রটির শুটিং চলছে। চলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এছাড়া অন্য চলচ্চিত্রগুলোর কিছু কিছু শুটিং বাকি আছে। সিডিউল মিলিয়ে সময় নিয়ে বাপ্পী চলচ্চিত্রগুলোর কাজ শেষ করবেন। পাঁচ নায়িকার সাথে জুটিবদ্ধ হওয়া প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘আমার জন্য এটা সৌভাগ্যের বিষয় যে এই সময়ে যারা নায়িকা হিসেবে ভালো অবস্থানে আছেন তাদের প্রত্যেকের সাথেই কাজ করছি। আমার নায়িকা কিংবা আমার সহকর্মী কিংবা আমার প্রতিটি চলচ্চিত্রের প্রযোজক পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ । কারণ তাদের আন্তরিক সহযোগিতার কারণেই আমি আজকের বাপ্পী চৌধুরী। সেইসাথে আমি আমার ভক্তদের প্রতিও ভীষণ কৃতজ্ঞ।’ বাপ্পী চৌধুরীর প্রথম চলচ্চিত্র শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’। এই চলচ্চিত্রে তার নায়িকা ছিলেন মাহিয়া মাহী। এরপর একে একে তার অভিনীত আরো ১৩টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সেগুলো হচ্ছে ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘তবুও ভালোবাসি’, ‘কী প্রেম দেখাইলা’, ‘প্রেম প্রেম পাগলামী’, ‘হানিমুন’, ‘কী দারুণ দেখতে’, ‘রোমিও’ ,‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘দবির সাহেবের সংসার’, ‘লাভ স্টেশন’।
সর্বশেষ গত ৭ নভেম্বর মুক্তি পায় বাপ্পী চৌধুরী অভিনীত ‘অনেক সাধের ময়না’ চলচ্চিত্রটি। এতে মতি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
No comments:
Post a Comment