সেনা অভ্যুত্থানসমূহের সব তথ্য জানানো হোক
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জেনারেল জিয়াউর রহমানের আমল পর্যন্ত (১৯৭৫-১৯৮১) সামরিক বাহিনীতে কয়টি অভ্যুত্থান হয়েছিল এবং কতজন নিহত হয়েছিলেন তা জানতে জাতীয় সংসদে প্রশ্ন উত্থাপন করেছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেইন। সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম লিখিত জবাবে জানিয়েছেন যে, অনেক দিন আগের এসব ঘটনাবলীর তথ্য একত্রীভূত করা সময়সাপেক্ষ ব্যাপার। এ কথা বলে ইতিহাসের ওই অন্ধকার দিকটি এড়িয়েই গেল সরকার। সামরিক বাহিনীতে ঘটে যাওয়া সেই দিনগুলোর সব তথ্য জানার অধিকার রয়েছে জনগণের।
আমরাও দীর্ঘদিন ধরে নানাভাবে সশস্ত্র বাহিনী বিভাগসহ সরকারি নানা প্রতিষ্ঠানের কাছে সামরিক বাহিনীর অভ্যন্তরে ঘটে যাওয়া বিদ্রোহ বা অভ্যুত্থানের বিষয়ে জানতে চেয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। সংসদে যখন সরকারি দলের সাংসদও লিখিত প্রশ্ন করে কোনো তথ্য বের করতে পারেনি, আমরা ধরে নিতে পারি যে, সরকার ওইসব বিষয়ে তথ্য প্রকাশে আগ্রহী নয়। হতে পারে সশস্ত্র বাহিনীকে নতুন করে ওইসব ঘটনা মনে করিয়ে দিয়ে সরকার তাদের বিব্রত করতে চায় না।
সংসদে সরকারের তরফ থেকে যদিও বলা হয়েছে, “… ওই সময় কোনো গণতান্ত্রিক সরকার, সংসদ ও জবাবদিহিতা ছিল না; এ কারণে যারা ঘটনার শিকার হয়েছে বা অভিযুক্ত, তার সঠিক পরিসংখ্যান নেই বলে তা দেওয়া সম্ভব নয়। তবে এই সংখ্যা অনেক।’’
No comments:
Post a Comment