জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এখন ঢাকায়
ঢাকায় এলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। এরই মধ্যে নিজের ফেসবুক পেজে ঢাকা আসার বার্তা ছড়িয়ে দিয়েছেন এ শিল্পী। কনসার্টে আসার আহ্বান জানিয়েছেন ঢাকার দর্শকদের।
আজ দুপুরে একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। কাল শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘অলিটালিয়া অরিজিৎ সিং লাইভ’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন সময়ের আলোচিত এ শিল্পী। কনসার্টের আয়োজন করেছে ইমেকার্স।
আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্সের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ জানান, অরিজিত সিং মঞ্চে ওঠার আগে বাংলাদেশি শিল্পীদের কিছু পরিবেশনা আছে। এর মধ্যে মডেল আনিকা কবির শখ, অভিনয়শিল্পী নিরব ও মেহজাবিন নাচ করবেন। আর গান করবে ব্যান্ডদল শিরোনামহীন, গায়ক ইমরান, নির্ঝর, কর্নিয়া ও রেশমি।
আয়োজকরা ধারণা করছেন, ১০ হাজার দর্শকের উপস্থিতিতে এ বছরের সবচেয়ে সফল কনসার্ট হবে এটি। কনসার্টটি উপভোগ করতে আগ্রহীদের অনলাইনে টিকিট বরাদ্দ নিতে হবে। আয়োজকরা জানান, অনুষ্ঠানটি কখনো টিভিতে প্রচার হবে না।
কনসার্টে দুই-আড়াই ঘণ্টা গান গেয়ে শোনাবেন অরিজিৎ সিং। তার পরিবেশনায় থাকবে ‘তুম হি হো’ (আশিকি ২), ‘মুসকুরানে’ (সিটি লাইটস), ‘কাভি জো বাদল বারসে’ (জ্যাকপট), ‘হামদর্দ’ (এক ভিলেন), ‘সামঝাওয়া’ (হ্যাম্পটি শর্মা কি দুলহানিয়া), ‘বোঝে না সে বোঝে না’ ও ‘নারে না’ (বোঝে না সে বোঝে না), ‘কী করে তোকে বলব’ (রংবাজ), ‘সারাটা দিন’ এবং ‘আমি তোমার কাছে’ (যোদ্ধা) শীর্ষক গানগুলো।
এরই মধ্যে কনসার্টটির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা। আয়োজকেরা জানান, কনসার্টটি বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে। কনসার্ট শেষ করে পরের দিন মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে অরিজিৎ সিংয়ের।
No comments:
Post a Comment